সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই: মেহজাবীন

নিউজ ডেস্ক : টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ৪৯তম টরন্টো উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর সমাপনী ১৫ সেপ্টেম্বর। এই সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। এছাড়া সিনেমাটির প্রযোজকও অভিনেত্রী নিজেই।


মুক্তির আগেই টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। এই ব্যাপারে মেহজাবীন চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জন্য  খবরটি  ভীষণ ভালো লাগার। প্রবাসে যারা আছেন, বিশেষ করে কানাডায় যারা আছেন এবং ওই উৎসবে যারা অংশ নেবেন- তারা 'সাবা' সিনেমাটি  দেখতে পারবেন। সেখানে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’

কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই: মেহজাবীন
ভালো গল্পে অভিনয় করার সৎ ইচ্ছে ছিল: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী · ছবি: তিতাস টাইমস টুয়েন্টিফোর

মেহজাবীন আরও বলেন, ‘এটি আমার জন্য সত্যিই  গর্ব করার মতো বিষয় । কেননা সাবা আমার প্রথম সিনেমা । এই উৎসবে সারা বিশ্ব থেকে আসা ২৫ টি সিনেমা প্রদর্শিত হবে । সেখানে আমার সিনেমাও  থাকছে । আমার জন্য এটি বড় পাওয়া, বড় অর্জন।’

কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই: মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী · ছবি: সংগ্রহীত

তিনি আরও বলেন, ‘আমার প্রথম অভিনীত ‘সাবা’ সিনেমাটি যখন টরেন্টো উৎসবে ডিসকভারি বিভাগে নির্বাচিত হয়। তখন এই খুশিটা আমি সেভাবে উদযাপন করতে পারিনি। কারও সঙ্গেই সেভাবে কথাও বলতে পারিনি। কারণ তখন দেশের অবস্থা ভালো ছিল না। সেসময় সিনেমা নিয়ে উচ্ছ্বাস করার পরিস্থিতিও ছিল না।’


সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘প্রথম সিনেমায় অভিনয়ের অনুভূতিটা আলাদা। আবার পরিচালক মাকসুদ হোসাইনেরও প্রথম সিনেমা এটি। আশা করেছিলাম দেশেই আগে মুক্তি পাবে। পরিবার-বন্ধু-কাছের মানুষদের সঙ্গে নিয়ে হলে গিয়ে দেখব। কিন্তু এখন টরেন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক বড় বড় নির্মাতা ছবিটি দেখবেন। এটাও দারুন একটি বিষয়।’

অন্যায়কে রুখে দেওয়া উচিত সম্মিলিতভাবে: মেহজাবীন
অন্যায়কে রুখে দেওয়া উচিত সম্মিলিতভাবে: মেহজাবীন চৌধুরী · ছবি: তিতাস টাইমস২৪

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে প্রত্যাশার ব্যাপারে জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘এই সিনেমার বাজেট আকাশচুম্বী না। ভালো গল্পে অভিনয় করার সৎ ইচ্ছে ছিল। তা করতে পেরেছি। সব শ্রেণির দর্শকদের ‘সাবা’ সিনেমার গল্পে কানেক্ট  করা যাবে। পুরো টিম ভালো করেছে। আমার যতটুকু অভিনয় করার ক্ষমতা ছিল তা করেছি।’

কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই: মেহজাবীন চৌধুরী
কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই: মেহজাবীন চৌধুরী · ছবি: তিতাস টাইমস টুয়েন্টিফোর

দেশের পরিস্থিতি ও শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘শিল্পী হিসেবে আমার জায়গা থেকে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলি। আমি মনে করি, সবারই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। অন্যায়কে রুখে দেওয়া উচিত সম্মিলিতভাবে। তবে এই আন্দোলনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও আমার কাছে মনে হয় কেউই এখনও শুটিং করার মানসিকতায় নেই। আমরা সবাই মিলে আগে দেশটাকে গোছাই। এটাই ভালো হবে।’

Main Ad

এএইচএম/বিনোদন ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>